নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ফের রাজধানী আগরতলায় গাড়ি চুরি৷ এই ব্যাপারে আগরতলা পূর্ব থানার পুলিশকে জানানো হলেও গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, শহরের ভলকান ক্লাব এলাকা থেকে বুধবার রাতে রাস্তায় পার্কিং করা অবস্থায় রাখা টিআর-০১-এফ-০৩৬১ নম্বরের হুন্ডাই এনএস গাড়িটি উধাও হয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক অভিজিৎ ঘোষ দেখে রাস্তায় গাড়িটি নেই৷ সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি আগরতলা পূর্ব থানায় জানান৷ পুলিশ খবর লেখা পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পায়নি বলে জানা গিয়েছে৷ এদিকে, কিছুদিন আগে শহরের ধলেশ্বর এলাকা থেকে জ্যোতিপ্রকাশ সাহার একটি মারুতী জ্যান গাড়ি রাস্তায় পার্কিং অবস্থা থেকে চুরি হয়ে যায়৷ এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করতে পারেনি৷ শহরে উত্তরোত্তর গাড়ির চুরি বৃদ্ধি পাওয়ায় যান চালক ও মালিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে গাড়ি চোর চক্রের একটি বড় মাপের চক্র রাজধানীতে সক্রিয় রয়েছে৷ এই গাড়িগুলি চুরি করে বর্হিরাজ্যে চোরাচালান করে দেওয়া হচ্ছে৷ অবিলম্বে পুলিশকে এই ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন শহর আগরতলার জনগণ৷
2017-05-19

