খোয়াই নদীতে পুজো দিতে গিয়ে নিখোঁজ যুবক, দিনভর ব্যর্থ তল্লাসী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ মে৷৷ খোয়াই নদীতে তলিয়ে গেল এক যুবক৷ তার নাম বিশ্বজীৎ ঘোষ৷ ঘটনাটি ঘটেছে রবিবার

খোয়াই নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে নৌকা নিয়ে তল্লাসী৷ ছবি নিজস্ব৷

সকাল আটটা নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা শেওরাতলি বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, রবিবার সকাল আটটা নাগাদ খোয়াইয়ের শেওরাতলি বাজারের কাছে খোয়াই নদীতে পূজো দিতে গিয়ে ঐ যুবক জলে ডুবে যায়৷ জানা গিয়েছে, আগামীকাল শেওরাতলি বাজারে চড়ক পূজো৷ এই উপলক্ষে নদীতে পূজো দিতে যায় ২৮ বছরের যুবক বিশ্বজীৎ ঘোষ৷ নদীর জলের স্রোতে আর উঠে আসতে পারেনি৷ ঘটনার খবর পেয়ে এসডিএম প্রসূন দে, এসডিপিও অনির্বান দাস সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ও টিএসআর জওয়ানরা সেখানে পৌঁছেন৷ ফায়ার সার্ভিস ও টিএসআর জওয়ানরা জলে নেমে তল্লাসী চালায়৷ এই তল্লাসীতে অংশ নেয় স্থানীয় কিছু যুবকও৷ প্রায় পাঁচ ঘন্টা নদীতে তল্লাসী চালানোর পরও বিশ্বজীৎ ঘোষের কোন সন্ধান পাওয়া যায়নি৷ ঘটানাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গিয়েছে, কয়েকদিন আগের বৃষ্টিতে নদীর জল স্ফীত হয়েছে৷ স্রোতও খানিকটা বেশী৷ তাই জলের স্রোতে ভেসে যায় বিশ্বজীৎ৷ আশঙ্কা করা হচ্ছে জলে ডুবে বিশ্বজীতের মৃত্যু হয়েছে এবং মৃতদেহ নদীর জলে ভেসে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলে গিয়েছে৷