নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল রাজ্যের চারটি জেলা৷ জেলাগুলিতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে৷ শনিবার রাত ৮টা ২৫ মিনিটে ঝড়ে গোমতী, সিপাহিজলা, দক্ষিণ এবং পশ্চিম জেলায় ভীষণ ক্ষতি হয়েছে৷ বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্থ হয়ে পড়েছে৷ বিমানবন্দরস্থিত আবহাওয়া বিভাগ জানিয়েছে, এদিন ঝড়ের গতি ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার৷ সাথে বৃষ্টিও হয়েছে৷ তবে, বৃষ্টির পরিমাণ এখনো রেকর্ড করা সম্ভব হয়নি৷ বিদ্যুৎ নিগমের তরফে জানানো হয়েছে ঐ জেলাগুলিতে ইতিমধ্যে বিদ্যুতের লাইন সারাই করার জন্য কর্মীরা বেরিয়ে পড়েছেন৷ জানা গেছে, বহু এলাকা বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গেছে৷ সাথে অনেক জায়গায় খঁুটি ভেঙ্গে পড়েছে৷ নিগমের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ চলছে৷ রাতের মধ্যেই সারাই করা সম্ভব হবে৷ বিদ্যুৎ বিপর্যয়ে ঐ চারটি জেলার বহু এলাকা অন্ধকারে আচ্ছন্ন৷
এদিকে, গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাত ও বন্যায় রাজ্যে প্রায় ২৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসল নষ্ট হয়েছে৷ তাতে প্রাথমিক অনুমান ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকা৷ সবজি, পান, ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে৷ শনিবার মহাকরণে এই সংবাদ জানান, কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ তিনি জানিয়েছেন, খোয়াই, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় সর্বাধিক ক্ষতি হয়েছে৷ পুরো রিপোর্ট এখনো পাওয়া যায়নি৷ রিপোর্ট পাওয়া গেলে তবেই ক্ষতিপূরণের বিষয়ে চিন্তাভাবনা করবে রাজ্য সরকার৷
2017-04-30

