সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি, পদ্মশ্রী সম্মান পাচ্ছেন নরেশচন্দ্র দেববর্মা

আগরতলা, ২৫ জানুয়ারি: সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্ব নরেশ চন্দ্র দেববর্মা। দেশের রাষ্ট্রপতি বিশেষ ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান প্রদান করবেন।

নরেশ চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে নরেশ চন্দ্র দেববর্মার অবদান অনস্বীকার্য। এই সম্মান তাঁর দীর্ঘদিনের সাধনা ও নিষ্ঠার স্বীকৃতি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নরেশ চন্দ্র দেববর্মার এই প্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র ত্রিপুরাবাসীর জন্য গর্বের ও আনন্দের বিষয়।

এদিন সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যের সাহিত্য ক্ষেত্রে স্বনাম ধন্য ব্যক্তিত্ব নরেশ চন্দ্র দেববর্মাকে ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ সম্মানের জন্য মনোনীত করায় আমি তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। ককবরক ভাষা সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। ২০২৪ সালে রাজ্য সরকার ককবরক ভাষার সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে ত্রিপুরাভূষণ সম্মানে ভূষিত করে। জাতীয় স্তরে তাঁর এই সম্মাননা নিশ্চিতভাবেই আমাদের রাজ্যের গৌরবকে আরও উজ্জ্বল করেছে। তাঁর এই কৃতিত্ব বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এক বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে অন্যতম। এই পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়—পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। শিল্প, সমাজকর্ম, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য পদ্মবিভূষণ, উচ্চমানের অসাধারণ সেবার জন্য পদ্মভূষণ এবং যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী প্রদান করা হয়।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয় এবং সাধারণত মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে এই সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি। ২০২৬ সালের জন্য রাষ্ট্রপতি মোট ১৩১টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ১৯ জন মহিলা, বিদেশি/প্রবাসী ভারতীয়/পিআইও/ওসিআই বিভাগের ৬ জন এবং ১৬ জন মরণোত্তর সম্মানপ্রাপ্ত ব্যক্তিত্ব।

Leave a Reply