নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : গণতন্ত্র দিবস-এর আগের দিন রাজধানী দিল্লিতে ‘অপারেশন কবচ ১২.০’ নামে একটি বিশেষ অভিযান চালাল দিল্লি পুলিশ। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৪২৯ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই অভিযান বিশেষভাবে পরিচালিত হয়েছে দুষ্কৃতীদের ধরতে, যাতে ২৬ জানুয়ারি নিরাপত্তার কোনো ফাঁক না থাকে।
দিল্লির নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ জানুয়ারি মোতায়েন থাকবে ৩০ হাজারেরও বেশি পুলিশ এবং ৭০ কোম্পানির অধিক আধাসেনা। সব মিলিয়ে, রাজধানীর নিরাপত্তার জন্য ৩৮ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে, বিশেষ করে এআই স্মার্ট গ্লাস-এর মাধ্যমে পুলিশ ও আধাসেনা অপরাধী বা সন্দেহভাজনদের চিহ্নিত করতে সক্ষম হবে। এই স্মার্ট গ্লাসগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বিপজ্জনক ব্যক্তিদের শনাক্ত করবে।
দিল্লির বিভিন্ন স্থানে উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযানের সময় চেক পয়েন্টে কড়া নজরদারি ও টহলদারির ব্যবস্থা নেওয়া হবে।
এবারের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জঙ্গি সংগঠনগুলির হুমকির আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির হাতে পাওয়া তথ্য অনুযায়ী, খলিস্তানি জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়েদা এবং বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠন দিল্লিতে হামলা চালাতে পারে। এই বিষয়ে গোয়েন্দারা “কোড নেম ২৬-২৬” ব্যবহার করে সতর্কতা জানিয়েছে, যার পরিপ্রেক্ষিতে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
‘অপারেশন কবচ ১২.০’ অভিযানের আওতায়, গত ২৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১৪৭টি দল ৩২৫টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। এই অভিযানটি গোয়েন্দা তথ্য-এর ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মধ্যে বহু কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং তদন্তের মাধ্যমে দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
এছাড়া, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, আগামী ২৬ জানুয়ারি কোনোভাবেই নিরাপত্তায় ত্রুটি হবে না।

