আগরতলা, ২৫ জানুয়ারি: সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির উদ্যোগে আসন্ন ১৪তম সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে আগরতলার প্যারাডাইস চৌমুহনি এলাকায় এক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর সম্পাদিকা মিতা ভট্টাচার্য। তিনি জানান, সর্বভারতীয় সম্মেলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দেশের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে।

