ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে মানবসেবায় এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ জানুয়ারি: ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে আরও বেশি করে মানবসেবায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ও প্রসারে ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সমাজকে সুন্দর করে গড়ে তুলতে ক্লাব ও সামাজিক সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ নাগেরজলার মডার্ন ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবন, জিম, দিলীপ স্মৃতি পাঠাগার ও রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা এ কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদানে রাজ্যে ক্লাব ও সামাজিক সংস্থাগুলির উল্লেখযোগ্য অবদান রয়েছে। রক্তদানের পাশাপাশি অঙ্গ দানেও ক্লাবগুলি এগিয়ে এলে সমাজ উপকৃত হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ক্লাব সংস্কৃতির পরিবর্তন হয়েছে। যুব সমাজকে ক্লাব ও সামাজিক সংস্থাগুলিতে বেশি করে যুক্ত করতে হবে। তিনি বলেন, সমাজ সেবায় ক্লাব ও সমাজিক সংস্থাগুলি একটা বড় প্ল্যাটফর্ম। সুস্থ সমাজ ও নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এই প্ল্যাটফর্ম উল্লখযোগ্য ভূমিকা নিতে সক্ষম। যুব সমাজ এই কাজে যত বেশি এগিয়ে আসবে ততই আমাদের সমাজ ও দেশ উপকৃত হবে। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে বিকশিত ভারত গড়ে তোলাও সম্ভব হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মডার্ন ক্লাবের উদ্যোগে স্বচ্ছ ওয়ার্ড হিসেবে আগরতলা পুর নিগমের ৩৩, ৩৯ ও ৪৬ নং ওয়ার্ড প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এদিন ক্লাবের নবনির্মিত ভবন ও পাঠাগার পরিদর্শন করেন এবং রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর সম্পা চৌধুরী, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মডার্ন ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী।

Leave a Reply