ধর্মনগর, ২৪ জানুয়ারি: সিআরপিএফের ১৪০ নং ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় আপনজন ক্লাবের পাশে বীর শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের স্মৃতিতে একটি মূর্তি স্থাপন করা হয়। এক সংক্ষিপ্ত অথচ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মূর্তিটির উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, শহীদ শম্ভু রায় সিআরপিএফের ২১০ কোবরা ব্যাটালিয়নের একজন সাহসী জওয়ান ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি সিআরপিএফ কোবরা বাহিনীতে যোগ দেন। দীর্ঘদিন মাওবাদী দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় এক অভিযানে গিয়ে তিনি বীরত্বের সঙ্গে শহীদ হন। তাঁর জন্ম ১৮ জুন ১৯৯০ সালে এবং তিনি শহীদ হন ৩ এপ্রিল ২০২১ সালে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, সিআরপিএফ-এর ডিআইজি ইতেন্দ্র কুমার রাজপুত, ১৪০ নং সিআরপিএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুন্না সিং সহ সিআরপিএফের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও জওয়ানরা।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ শম্ভু রায়ের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁর সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

