আগরতলা, ২২ জানুয়ারি: বিলোনিয়া দক্ষিণ জেলা শ্রম দপ্তরের আধিকারিক শক্তি দেববর্মা এবং সামাজিক সংগঠন অর্গানাইজেশন ফর রুরাল সার্ভাইভেলের সোশ্যাল জাস্টিস শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নির্মাণ কাজের সময় পাঁচজন শিশু শ্রমিককে হাতেনাতে উদ্ধার করেছেন। ঘটনাটি বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ এলাকায় ঘটে।
উদ্ধার হওয়া পাঁচজন নাবালিকার বাড়ি রাজনগর ব্লকের হেতালিয়া এলাকায়। আশ্চর্যের বিষয় হল, উদ্ধার হওয়া পাঁচজন শ্রমিকের সকলেই কন্যা সন্তান। জানা গেছে, নাবালিকাদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।
এ বিষয়ে শ্রম আধিকারিক শক্তি দেববর্মা জানান, মতাই এলাকার নির্মল ত্রিপুরা নামে এক শ্রমিক সর্দার এই নাবালিকাদের নির্মাণ কাজে নিয়ে এসেছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শ্রমিক সর্দারের বিরুদ্ধে শ্রম আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বর্তমানে উদ্ধার হওয়া পাঁচজন নাবালিকা কন্যাকে নিরাপত্তার স্বার্থে বিলোনিয়া সখী ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

