পুলিশি অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২২ জানুয়ারি : আজ শ্রীনগর থানার পুলিশের উদ্যোগে টিএসআর ও সিআরপিএফ-এর যৌথ সহযোগিতায় আনন্দনগর এলাকার ভারত সরদার পাড়ার ফরেস্ট লেনে এক বড়সড় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাগান ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকেই ফরেস্ট লেন সংলগ্ন দুর্গম এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। অভিযানে মোট ৭ কানি জমি জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। এরপর সেখানে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ১৫০০ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

তবে পুলিশ পৌঁছানোর আগেই কিছু এলাকায় গাঁজা চাষিরা গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ফলে অনুমান করা হচ্ছে, প্রকৃতপক্ষে গাঁজা গাছের সংখ্যা আরও বেশি হতে পারে।

অভিযান চলাকালীন গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টিএসআর ও সিআরপিএফ-এর জওয়ানরা পুরো এলাকাটি ঘিরে রেখে পুলিশকে অভিযানে সহায়তা করে। অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শ্রীনগর থানার এক আধিকারিক জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এই অভিযান চালানো হয়েছে। অবৈধ গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply