জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডের মূল অভিযুক্ত দীপ প্রকাশ গুপ্তা গ্রেফতার

আগরতলা, ২১ জানুয়ারি: জিরানিয়া রেলস্টেশনে ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত দীপ প্রকাশ গুপ্তাকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি দিল্লিতে এবং তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্ত দীপ প্রকাশ গুপ্তাকে ইতিমধ্যেই রাজ্যে নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখযোগ্যভাবে, জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডে রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়েছিল, যা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তদন্তে উঠে আসে, এই আন্তর্জাতিক নেশা কারবার চক্রের মূল কারিগর ছিলেন দীপ প্রকাশ গুপ্তা। পুলিশের ধারণা, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে এই নেশা পাচার চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ঘটনার তদন্ত আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply