পুরী, ২১ জানুয়ারী : পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দেওয়া এক পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সন্ত্রাস দমন বাহিনী (এটিএস) ও বম্ব ডিজপোজ়াল স্কোয়াড। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে পুরীর একটি শপিং মলে হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি, বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার ওপরও হামলার হুমকি দেওয়া হয়। এই পোস্টটি একটি মহিলার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল। তবে ওই মহিলার অভিযোগ, কেউ তাঁর নামে অ্যাকাউন্ট তৈরি করে এই পোস্ট করেছে। তিনি পুলিশের কাছে বয়ানও দিয়েছেন, যার ভিত্তিতে পুলিশ একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।
পুরী সাইবার অপরাধ দমন থানায় একটি মামলা রুজু হয়েছে। পুরীর পুলিশ সুপার প্রতীক সিংহ সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “দিনকয়েক আগে, এক ব্যক্তি জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে একটি পোস্ট করেছিল। পুলিশ ও সাইবার অপরাধ দমন শাখা সক্রিয় হয়ে তদন্ত শুরু করেছে। এরপর আবার সমাজমাধ্যমে একটি হুমকি পোস্ট করা হয়, যা পরে ডিলিট করে দেওয়া হয়।”
এখন মন্দির চত্বরে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরে প্রবেশকারী সকলকে তল্লাশি করা হচ্ছে এবং বিশেষ নজর রাখা হচ্ছে সন্দেহজনক কর্মকাণ্ডের প্রতি।
এটি প্রথম ঘটনা নয়। গত বছরও পুরী মন্দিরে হামলার হুমকি পাওয়া গিয়েছিল। ২০২২ সালের আগস্টে, শতাব্দীপ্রাচীন মন্দিরের দেওয়ালে দুই ভাষায় একটি হুমকির বার্তা খোদাই করা হয়েছিল। আঁকাবাঁকা হস্তাক্ষরে লেখা ওই বার্তা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, যার ফলে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল মন্দির চত্বরে।
এদিকে, বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়া জানান, তাঁকে একটি অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। পুরী পুলিশ সুপার সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এখনও পর্যন্ত, পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

