নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি:
আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে আঞ্চলিক দলগুলির তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের আদিবাসী সমাজ ক্রমশ বুঝতে পারছে যে আঞ্চলিক দলগুলির ওপর ভরসা রেখে অতীতে তারা প্রতারিত হয়েছে। ফলে এখন সময় এসেছে জাতীয় দল কংগ্রেসের পাশে দাঁড়ানোর।
তিনি দাবি করেন, তিপরাল্যান্ড বা গ্রেটার তিপরাল্যান্ডের মতো স্লোগানগুলি আজ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্ব হারিয়েছে। এই প্রেক্ষাপটে মানুষের স্বার্থে জাতীয় বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নেওয়া উচিত। ককবরক ভাষার লিপি প্রসঙ্গ টেনে তিনি আঞ্চলিক দলগুলির দ্বিচারিতার অভিযোগ তোলেন। বলেন, সরকারে থাকা দুই শরিক দলের এক পক্ষ দেবনাগরী হরফের কথা বলছে, অন্য পক্ষ রোমান হরফের পক্ষে সওয়াল করছে। অথচ কংগ্রেস শুরু থেকেই ককবরকের জন্য রোমান হরফের দাবিতে অনড় রয়েছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, একরের লিখিত আশ্বাস দেওয়ার পরও কেন আন্দোলনের প্রয়োজন পড়ছে—এটাই প্রমাণ করে আদিবাসীদের প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে না।
বিজেপি ও আঞ্চলিক দলগুলিকে একই সুরে আক্রমণ করে তিনি বলেন, আদিবাসীরা এখন স্পষ্টভাবে বুঝে গেছেন—বিজেপি তাদের উন্নয়নের পথ দেখাতে পারবে না এবং আঞ্চলিক দলগুলিও কার্যকর সহযোগিতা করতে ব্যর্থ। কংগ্রেস অতীতে আদিবাসী মানুষের জন্য কী কাজ করেছে, তা আসন্ন এডিসি নির্বাচনের আগে জনসমক্ষে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
এদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-এ জগৎ গুরু শংকরাচার্যের স্নান যাত্রা আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেও তীব্র প্রতিক্রিয়া জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, এটি হিন্দু সমাজ ও হিন্দু সন্ন্যাসীদের প্রতি চরম অবমাননা। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নেবে কংগ্রেস। ত্রিপুরাতেও বুধবার প্রদেশ কংগ্রেসের ডাকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি দাবি জানান, সংশ্লিষ্ট জেলা শাসককে অবিলম্বে পদ থেকে সরিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অপসারণের দাবিও তোলেন তিনি।
