আগরতলা, ১৭ জানুয়ারি : গতকাল গভীর রাতে উদয়পুরের গর্জি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বাজারের সাতটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় পুড়ে যায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চিত মালপত্র, ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে, খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ও উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত। তাঁর সঙ্গে ছিলেন মহকুমা কমিটির এক প্রতিনিধিদল। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
সিপিআই(এম) নেতারা একই সঙ্গে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিপূরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন।

