আগরতলা রেল স্টেশনে গাঁজাসহ চার যুবতিকে আটক

আগরতলা, ১৫ জানুয়ারি: আগরতলা রেল স্টেশনে গাঁজাসহ চার যুবতিকে আটক করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়।
আটক যুবতীদের নাম জেসমিন দেববর্মা (২৬), বাড়ি—করবুক; অবি দেববর্মা (২১), বাড়ি—চম্পকনগর; রানী দেববর্মা (৩৯), বাড়ি—মান্দাই এবং ইভা দেববর্মা (১৯), বাড়ি—মান্দাই।
ঘটনাটি ঘটেছে আগরতলা রেল স্টেশন-এ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply