কমিউনিস্টরা সবসময়ই পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৪ জানুয়ারি: কমিউনিস্টরা সবসময়ই পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে, এমনই অভিযোগ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ বাগবাসা বিধানসভার অন্তর্গত প্রত্যেকরায় এলাকায় আয়োজিত পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বাগবাসা বিধানসভার অন্তর্গত প্রত্যেকরায় এলাকার ঐতিহ্যবাহী মেলা এবছর ১৩৯তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে এই মেলা ও উৎসব এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বক্তব্যে সাংসদ বলেন, দীর্ঘ সময় ধরে কমিউনিস্টরা রাজ্য শাসন করলেও তারা ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিরোধিতা করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া, পূজা-পার্বণ পালন এমনকি ধর্মচর্চার ক্ষেত্রেও নানা ধরনের বাধা দেওয়া হতো বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় পূজা-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক মেলার আয়োজন করা হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে আত্মিক ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

তিনি আরও বলেন, বহু বছর ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের চেষ্টা চললেও প্রতিবারই রক্তপাত ও অশান্তির সৃষ্টি হয়েছে। বহু মানুষ রাম মন্দির নির্মাণের দাবিতে আত্মবলিদান দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর কোনও রক্তপাত বা অশান্তি ছাড়াই রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সাংসদের কথায়, বর্তমান সরকার ধর্মীয় চেতনার পাশাপাশি সামাজিকতার প্রচার করছে। বিপরীতে, কমিউনিস্টরা সাধারণ মানুষকে ধর্ম ও সামাজিক আচার-অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করত বলে এদিনের অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি।

Leave a Reply