সংরক্ষিত শ্রেণির জন্য শূন্যে নামল নীট-পিজি ২০২৫-এর কাট-অফ, চিকিৎসা মহলে তীব্র বিতর্ক

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস মঙ্গলবার সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নীট-পিজি ২০২৫ পরীক্ষার যোগ্যতার পার্সেন্টাইল শূন্যে নামিয়ে এনেছে। এর ফলে ৮০০ নম্বরের পরীক্ষায় মাইনাস ৪০ পর্যন্ত নম্বর পাওয়া প্রার্থীরাও চলমান কাউন্সেলিংয়ের তৃতীয় দফায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চিকিৎসা মহলের একাংশে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তাঁদের মতে, এর ফলে মেডিক্যাল শিক্ষার একাডেমিক মান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এনবিইএমএস-এর ১৩ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় দফার কাউন্সেলিংয়ের জন্য নীট-পিজি ২০২৫-এর কাট-অফ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। সাধারণ শ্রেণির ক্ষেত্রে যোগ্যতার পার্সেন্টাইল ৫০ থেকে কমিয়ে ৭ করা হয়েছে। প্রতিবন্ধী প্রার্থীদের জন্য তা ৪৫ থেকে নামিয়ে ৫ করা হয়েছে। আর এসসি, এসটি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কাট-অফ পুরোপুরি শূন্য করা হয়েছে।
এর ফলে সংরক্ষিত শ্রেণির যে কোনও প্রার্থী, যিনি নীট-পিজি ২০২৫ পরীক্ষায় অংশ নিয়েছেন, প্রথম দুই দফার কাউন্সেলিং শেষে খালি থাকা এমডি ও মাইক্রোসফট আসনে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ ন্যূনতম যোগ্যতার নম্বরের শর্ত কার্যত তুলে নেওয়া হয়েছে। এনবিইএমএস জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নীট-পিজি ২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩ আগস্ট, ২০২৫ এবং ফল প্রকাশিত হয় ১৯ আগস্ট। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি অক্টোবর–নভেম্বর মাসে প্রথম দফা এবং নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে দ্বিতীয় দফার কাউন্সেলিং সম্পন্ন করে। শীঘ্রই তৃতীয় দফার কাউন্সেলিংয়ের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সম্প্রতি এমসিসি প্রথম দুই দফায় প্রার্থীদের পদত্যাগের কারণে ৫৪০টি আসন যোগ করে সংশোধিত সিট ম্যাট্রিক্স প্রকাশ করেছে। পাশাপাশি নতুন করে ১৩৫টি পিজি মেডিক্যাল আসন যুক্ত হওয়ায় মোট আসনের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,২১৫।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অধিকারকর্মী ডা. ধ্রুব চৌহান বলেন, “কাট-অফ শূন্যে নামানোর ফলে প্রকৃত পরিশ্রমী ও মেধাবী চিকিৎসকদের চেয়ে বেসরকারি মেডিক্যাল কলেজই বেশি লাভবান হবে। আবারও কোটি কোটি টাকায় আসন বিক্রির পথ খুলে যাবে।” তিনি মনে করিয়ে দেন, ২০২৩ সালেও স্বাস্থ্য মন্ত্রক সব শ্রেণির জন্যই যোগ্যতার পার্সেন্টাইল শূন্যে নামিয়েছিল।
এই সিদ্ধান্ত ভবিষ্যতে চিকিৎসা শিক্ষার গুণগত মান ও রোগী সুরক্ষার উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply