মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন ১৮ জানুয়ারি

আগরতলা, ১৪ জানুয়ারি: আগামী ১৮ জানুয়ারি দিল্লি সফরে যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ১৯ ও ২০ জানুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী জানান, তিনি আগামী ১৮ জানুয়ারি দিল্লি গিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনও প্রকাশ করা হয়নি। খবর অনুযায়ী, বৈঠকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে প্রশাসনিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

Leave a Reply