শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্যের গ্রেফতারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর বিক্ষোভ

আগরতলা, ১৪ জানুয়ারি : স্কুলে ভাঙচুর ও এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের দাবিতে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল করল এসএফআই। ওই মিছিলকে ঘিরে সোনামুড়া এলাকায় উত্তেজনা ছড়ায়।

এসএফআই নেতৃত্বের অভিযোগ, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। সোনামুড়া থানা এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তোলা হয়। সংগঠনের দাবি, এত বড় ঘটনার পরও শিক্ষক সমাজের তরফে কোনো প্রতিবাদ না হওয়া অত্যন্ত লজ্জাজনক।

এসএফআই-এর বিভাগীয় নেতা আনিসুর রহমান বলেন, স্কুল শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়া সত্ত্বেও বিজেপির ওই পঞ্চায়েত সদস্যকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বদলির ভয়ে শিক্ষকরা মামলা করতে সাহস পাচ্ছেন না।

বিক্ষোভকারীদের আরও দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply