এঞ্জেল চাকমার বাড়িতে মুখ্যমন্ত্রী, শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস

আগরতলা, ১৪ জানুয়ারি: প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তাঁর শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। নন্দননগরস্থিত দেবরাম পাড়ায় এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিন মুখ্যমন্ত্রী পরিবারের তরফে উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন। তিনি জানান, গোটা বিষয়টি রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৮ জানুয়ারি তিনি দিল্লি সফরে যাচ্ছেন। ১৯ ও ২০ জানুয়ারি সেখানে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তিনি এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে এক ভয়ংকর হামলার ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন ঊনকোটি জেলার মাছমারা এলাকার ছাত্র এঞ্জেল চাকমা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এঞ্জেলের ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতরভাবে আহত হয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর এবং আশ্বাসে পরিবার কিছুটা হলেও ভরসা পেল বলে জানান স্বজনেরা।

Leave a Reply