‘ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ’, ২০২৮ সালের নির্বাচনে প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি-র জয় নিশ্চিত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জানুয়ারি: “ব্যর্থতা সাফল্যের স্তম্ভ”— প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সাম্প্রতিক জয়-পরাজয়ের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। মঙ্গলবার প্রতাপগড় মণ্ডলের সাংগঠনিক সভায় উপস্থিত থেকে তিনি দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি-র জয় নিশ্চিত। তিনি বলেন, অতীতের ভুলত্রুটি নিয়ে আত্মসমালোচনা করেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। জয় ও পরাজয় রাজনীতির অঙ্গ, তবে পরাজয় থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতের লড়াই আরও শক্তিশালী করতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি একটি সুশৃঙ্খল দল এবং কার্যকর্তাদের বামফ্রন্টের তৈরি করা উশৃঙ্খলতা ও বিভ্রান্তির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি কার্যকর্তাদের জনগণের কাজে সর্বদা নিয়োজিত থাকার পরামর্শ দেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব যেন না তৈরি হয়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন। সেই লক্ষ্যেই নিয়মিত সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রতাপগড় মণ্ডলের সভানেত্রীসহ অন্যান্য দলীয় নেতা ও কার্যকর্তারা। সভায় দলীয় সমন্বয় বজায় রেখে সকলকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

———

Leave a Reply