আগরতলা, ১৩ জানুয়ারি : সিপাহিজলা চিড়িয়াখানার ভেতরে প্লাস্টিক বর্জ্য ও নোংরা আবর্জনার ছড়াছড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইউরোপের হল্যান্ড থেকে আসা এক বিদেশি দম্পতি। আজ সকালে সংবাদমাধ্যমের কাছে তারা এই অভিযোগ তুলে ধরেন।
হল্যান্ডের সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত দম্পতি অ্যালেক্স ও তাঁর স্ত্রী জিনেট জানান, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সিপাহিজলা চিড়িয়াখানা অত্যন্ত মনোরম। চিড়িয়াখানার পরিবেশ একেবারেই স্নিগ্ধ, শান্ত ও শীতল। কোথাও চিৎকার-চেঁচামেচি নেই, সম্পূর্ণ সাউন্ডলেস পরিবেশ। তাঁদের মতে, এমন শান্ত পরিবেশ পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়।
তাঁরা আরও বলেন, চিড়িয়াখানার পশু-পাখিগুলিও অত্যন্ত সুন্দর। এক গাছ থেকে অন্য গাছে বানরের দল বেঁধে লাফালাফি দেখাটা সত্যিই মনোমুগ্ধকর। তবে এত সুন্দর পরিবেশের মাঝেও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব অত্যন্ত দুঃখজনক।
বিদেশি দম্পতির অভিযোগ, চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন জায়গায় প্লাস্টিক বোতল ও নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই প্লাস্টিক বর্জ্য দেখতে খুবই বাজে লাগে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে। দ্রুত এই প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করে চিড়িয়াখানাকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সংবাদমাধ্যমের কাছে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অ্যালেক্স ও জিনেট আরও জানান, ভারতবর্ষ অত্যন্ত সুন্দর একটি দেশ। এখানকার মানুষ খুবই হৃদয়বান এবং অতিথিপরায়ণ। ভারতীয় খাবারও তাঁদের খুব পছন্দ। ভবিষ্যতে তাঁরা আবারও ভারতে আসতে চান বলেও জানান এই হল্যান্ডের দম্পতি।
তবে শেষ পর্যন্ত তাঁদের একটাই আবেদন এত সুন্দর, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা সিপাহিজলা চিড়িয়াখানাকে প্লাস্টিকমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হোক, যাতে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

