আগরতলা, ১৩ জানুয়ারি : কৈলাসহর শহরে কংগ্রেস সেবা দলের উদ্যোগে এক বিশাল রোড মার্চ অনুষ্ঠিত হয়। আজ পদ্মের পাড় এলাকার সংহতি মেলার মাঠ থেকে এই রোড মার্চের সূচনা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে।
রোড মার্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান-সহ কংগ্রেস সেবা দল ও জেলা-শহর কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব ও কর্মীরা। কংগ্রেসের পতাকা ও ব্যানার হাতে নিয়ে কর্মীরা ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।
এদিন রোড মার্চ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন, আরএসএস-এর নির্দেশনায় বিজেপি সরকার রাজ্যের পর রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, দেশের সাংবিধানিক কাঠামোকে দুর্বল করার পাশাপাশি সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভেদ তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয় কংগ্রেস সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে সারা দেশে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেস সেবা দলের এই রোড মার্চ সেই উদ্যোগেরই অংশ।
বিধায়ক বীরজিৎ সিনহা তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র, সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এই ধরনের কর্মসূচি প্রয়োজন।

