আগরতলা, ১২ জানুয়ারি: সাব্রুমে এক প্রবীণ আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক ও আইনি মহল। অভিযুক্ত সাব্রুমের মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব-এর বিরুদ্ধে প্রতিবাদে আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য এসডিএম কোর্ট ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের ডাক দিয়েছে সাব্রুম বার অ্যাসোসিয়েশন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি নগর পঞ্চায়েত ভবনে অবস্থিত অস্থায়ী কোর্ট রুমে একটি মামলার শুনানিকালেই এই বিতর্কিত ঘটনাটি ঘটে। অভিযোগকারী প্রবীণ আইনজীবী রতন নাথ জানান, তাঁর দীর্ঘ ২২ বছরের পেশাগত জীবনে তিনি কখনও এ ধরনের অবমাননাকর আচরণের সম্মুখীন হননি।
শুক্রবার সাব্রুম বার অ্যাসোসিয়েশনের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট আপন দত্ত বলেন, বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই অভিযুক্ত মহকুমা শাসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার সাব্রুম আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে এই আন্দোলন সারা ত্রিপুরা জুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

