বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবার বিশাল চালান জব্দ, বাড়ির মালিক পলাতক,ধৃত এক

ধর্মনগর, ১২ জানুয়ারি: মুখ্যমন্ত্রীর মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী ও কদমতলা থানার পুলিশ। রবিবার রাতে এসবি গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে কদমতলা থানাধীন ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইছাইপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যদিও অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, ইয়াকুবনগরস্থিত বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়ন ও কদমতলা থানার পুলিশের যৌথ অভিযানে ইছাইপাড় এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়ি থেকে ১০টি প্যাকেটে মোট ১,৯২৯টি ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন, ভারতীয় মুদ্রায় ৭৭ হাজার ৯১০ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৭৭ টাকা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন বাড়ির মালিক তাজ উদ্দিন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিজাম উদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নিজাম উদ্দিন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মৃত সকাই মিয়া।

কদমতলা থানার সেকেন্ড অফিসার ইনচার্জ রেমুলাস সাংমা জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১৯ লক্ষ ২৯ হাজার টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান জারি আছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এই এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি সহ উদ্ধারকৃত নেশা সামগ্রী, নগদ অর্থ ও মোবাইল ফোন সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। এখন দেখার বিষয়, এই চক্রের মূল মাস্টারমাইন্ড তথা পলাতক বাড়ির মালিক তাজ উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশ কতটা তৎপরতা দেখাতে পারে।

Leave a Reply