জাতীয় সড়কে দুর্ঘটনা, গভীর খাদে পড়ল পণ্যবোঝাই ট্রাক, আহত ২

আগরতলা, ১২ জানুয়ারি: শান্তিরবাজার মহকুমায় ৮ নম্বর জাতীয় সড়কে ফের একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে বীরচন্দ্র মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ছয় চাকার পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন সামগ্রী বোঝাই করে ট্রাকটি আগরতলার দিক থেকে আসছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোরবেলার সময় চালকের অসাবধানতার কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মনু মনপাথর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

আহত চালকের নাম বিনয় বিশ্বাস (৩০), বাড়ি কলকাতার নদীয়া জেলায় বলে জানা গেছে। অপর আহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চালকের শারীরিক অবস্থা, গাড়ির যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণ এই দুর্ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply