বিশালগড়, ১১ জানুয়ারি: রাতের আঁধারে এক নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বিশালগড়ে। ঘটনাটি ঘটেছে বিশালগড় নতুন টাউন হল এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল সাহা(৬৭)। তাঁর বাড়ি বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষীবিল এলাকায়।
জানা গেছে, শনিবার গভীর রাতে ডিউটিরত অবস্থায় টাউন হল প্রাঙ্গণ থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বাভাবিক মৃত্যু নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে রাতেই বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।
2026-01-11

