পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আর্ট কম্পিটিশন, অংশ নিল প্রায় ৪৫০ শিশু

আগরতলা, ১১ জানুয়ারি : পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা প্রশাসনের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এক আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হলো পশ্চিম ত্রিপুরা জেলা অফিস প্রাঙ্গণে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পচর্চার বিকাশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রিক্রিয়েশন ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও। এদিনের আর্ট কম্পিটিশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০ জন শিশু অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি দীপঙ্কর দত্ত, গৌতম দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।

আর্ট কম্পিটিশন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ডাঃ বিশাল কুমার বলেন, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে বলেও তিনি মত প্রকাশ করেন।

Leave a Reply