আগরতলা, ১০ জানুয়ারি : অসমের পাথারকান্দি এলাকার আছিমগঞ্জ–আনিপুর সড়কে দীর্ঘদিন ধরে ভয়াবহ ধুলোর প্রকোপে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা। এই ধুলোর কারণেই শনিবার দুপুরে সড়কের পূর্বগুল এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রচণ্ড ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একটি যাত্রীবাহী অটো ডাম্পার গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোচালক অল্পবিস্তর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই সড়কে ধুলোর তাণ্ডব চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে শুক্রবার স্থানীয় ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে প্রতিবাদও জানান। সে সময় পাথারকান্দি পুলিশের পক্ষ থেকে সড়ক নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে নিয়মিত জল ছিটানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এই দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক নির্মাণ সংস্থার খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন। তারা অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সিও, ডি সি, এসপি সহ পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ধুলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

