নয়াদিল্লিতে আফগান দূতাবাসে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব নিলেন মুফতি নূর আহমদ নূর

নয়াদিল্লি, ১০ জানুয়ারি: আফগানিস্তানের দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নিতে আজ নয়াদিল্লিতে পৌঁছেছেন তালিবানের শীর্ষ সদস্য মুফতি নূর আহমদ নূর। তিনি এর আগে আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন। গত বছরের অক্টোবর মাসে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তাঁর প্রতিনিধিদলের সদস্যও ছিলেন তিনি।

সাম্প্রতিক মাসগুলিতে ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ধীরে ধীরে উন্নত হয়েছে। ভারত আফগানিস্তানকে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে, যার মধ্যে চিকিৎসা সহায়তাও রয়েছে। ইতিমধ্যেই মুম্বই ও হায়দরাবাদে আফগান কনস্যুলেটগুলি তালিবান-নিযুক্ত কূটনীতিকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এ ছাড়াও, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক সংযোগ প্রকল্পে সহযোগিতা বাড়াতে সম্প্রতি একাধিক উচ্চপর্যায়ের আফগান প্রতিনিধিদল ভারত সফর করেছে। কূটনৈতিক মহলের মতে, এই পদক্ষেপগুলি দুই দেশের মধ্যে কার্যকরী যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।
_____

Leave a Reply