বিরোধীদের কাজ বিরোধীতা করা, তাদের কথার সাথে কাজের মিল নেই: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ জানুয়ারি: বিরোধীদের কাজ বিরোধীতা করা, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। রাজ্যে লক্ষণীয়ভাবে অপরাধ কমার বিষয়ে বিরোধীদের বিরুদ্ধে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

তিনি বলেন, ডিজিপি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা প্রসঙ্গে যে তথ্য জানিয়েছেন তা প্রসঙ্গনীয়। রাজ্যে বিগত ২০ বছরে সব থেকে কম অপরাধের রেকর্ড নথিভুক্ত হয়েছে। একবছরে ৮.৩ শতাংশ অপরাধ কমেছে। এটি বিশাল বিষয়। সরকার রাজ্যের উন্নয়নে কাজ করছে। পুলিশ স্বাধীনভাবে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করছে। তার কারণেই এই ধরনের ফলাফল দেখা যাচ্ছে।

যদিও বিরোধীরা এই বিষয়টি অস্বীকার করেছে। রাজ্যের এই সাফল্য মানতে নারাজ বিরোধীরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের কাজ বিরোধীতা করা। তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। তাই সেই বিষয়ে কথা বলে লাভ নেই। রাজ্য এগিয়ে যাচ্ছে, সরকার জনগণের উন্নয়নে রাজ্যের উন্নয়নে কাজ করছে।

এছাড়াও এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কেও মুখ খোলেন তিনি এদিন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন, এসআইআর নতুন কিছু না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেহেতু সেই রাজ্যের জন্যে এত কাজ করেছেন তাহলে তিনি ভয় কেন পাচ্ছেন। তিনি জানেন, এবারের নির্বাচনে তিনি হারছেন, তাই তিনি ভয় পাচ্ছেন।

Leave a Reply