আগরতলা, ৯ জানুয়ারি: শুক্রবার ভোর প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ রাইশ্যাবাড়ি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন ডুম্বুর জলাধার থেকে নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম ধর্মজিৎ চাকমা(১৮)। তিনি গণ্ডাছড়া থানার অন্তর্গত ভকতপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ধর্মজিৎ চাকমা নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই তার সন্ধানে তল্লাশি চলছিল। টানা ৭২ঘণ্টা এনডিআরএফ ও ডুবুরী দ্বারা তল্লাশি চালানো হয়। কিন্তু তারপরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ তার মৃতদেহ ভেসে উঠে। অবশেষে আজ সকালে ডুম্বুর জলাধারে তার দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাইশ্যাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

