আগরতলা, ৭ জানুয়ারি:
সরকারের উন্নয়নের কাজ শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না—তা বাস্তবে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোই দলের প্রধান লক্ষ্য। মানুষের প্রকৃত চাহিদা চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করাই সংগঠনের আসল শক্তি। আজ তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া ৩৫ নম্বর বুথ কার্যালয়ে অনুষ্ঠিত ‘বুথ শক্তি ও উন্নয়ন সংলাপ’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানে তিনি বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনস্বার্থে কী কী নতুন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, শক্তিশালী বুথ সংগঠনই উন্নয়নের মূল ভিত্তি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের সমস্যার সমাধানে কাজ করলেই উন্নয়নের সুফল প্রকৃত অর্থে সমাজের সর্বস্তরে পৌঁছবে।

