হুবলি, ৭ জানুয়ারি : গ্রেফতারির নামে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ তুলেছেন কর্নাটকের এক বিজেপি নেত্রী। সম্প্রতি হুবলি জেলার কেশওয়াপুর রানা অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। ওই বিজেপি নেত্রীর নাম সুজাতা, যিনি বিজেপি দলীয় সদস্য ও স্থানীয় নেত্রী। পুলিশি অভিযানে গ্রেফতারির পর, শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, সুজাতার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এসআইআর চলাকালীন ভোটারদের নাম মুছে ফেলতে সাহায্য করছিলেন। কংগ্রেসের স্থানীয় কর্মী সুবর্ণা কালকুন্তলা এই অভিযোগ তুলেছিলেন, যার ভিত্তিতে পুলিশ সুজাতাকে গ্রেপ্তার করে।
তবে গ্রেফতারির পর পুলিশি হেনস্তার অভিযোগ উঠেছে। বিজেপি নেত্রী দাবি করেছেন, পুলিশ গ্রেফতারির সময় তাকে বাসে তোলার পর তাঁর পোশাক খুলে তাঁকে মারধর করা হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীরা জানান, গ্রেফতারির সময় সুজাতা আপত্তি জানিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি করেন এবং বাসে ওঠার পর নিজেই পোশাক খুলে ফেলেন। পুলিশ কমিশনার শশী কুমার বলেন, “বড় জনতার মধ্যে গোলমাল তৈরি হয়েছিল। গ্রেপ্তারির সময় তিনি স্বেচ্ছায় পোশাক খুলে ফেলেন এবং তা ছুড়ে ফেলেন।”
অন্যদিকে, বিজেপি দলের পক্ষ থেকে এই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তীব্র সমালোচনা করা হয়েছে। বিজেপি নেতারা দাবি করেছেন, পুলিশি হেনস্তার জন্য অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলটির অভিযোগ, পুলিশ নেত্রীকে পরিকল্পিতভাবে হেনস্থা করার উদ্দেশ্যে এ ধরনের আচরণ করেছে।
এদিকে, পুলিশ প্রশাসন তাদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে, গ্রেফতারির সময় পুলিশ শুধুমাত্র কর্তব্য পালন করছিল।

