আগরতলা, ৬ জানুয়ারি: ২০২৬ সালের পুরনিগম নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই জনঅসন্তোষের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যখন বর্তমান ক্ষমতাসীনরা আগরতলা পুর নিগম দখলের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছেন, অন্যদিকে তখনই পুর পরিষেবার মান নিয়ে নাগরিকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।
আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন এলাকার দুইজন প্রবীণ নাগরিক। তাঁদের অভিযোগ, কর্পোরেটরের বাড়ির সামনেই দীর্ঘদিন ধরে আবর্জনার স্তুপ জমে থাকলেও তা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
অন্য এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারপক্ষের সঙ্গে যুক্ত থাকার পরেও তাঁর স্বামীর প্রাপ্য ভাতা আজও মেলেনি। প্রশাসনিক গাফিলতি ও জনপ্রতিনিধির নিষ্ক্রিয়তার কারণেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নাগরিক পরিষেবা ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

