আগরতলা, ৬ জানুয়ারি : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে রাগনা সীমান্ত অবিলম্বে বন্ধের দাবিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), উত্তর ত্রিপুরা জেলা কমিটি। রাগনা সীমান্তের বিএসএফ কমান্ড্যান্টের উদ্দেশে এই লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ভিএইচপি নেতৃত্ব অভিযোগ করেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের বাণিজ্য ও যোগাযোগ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে তারা দাবি জানান।
ভিএইচপি’র মতে, অর্থনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় মর্যাদা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, স্মারকলিপিতে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

