আগরতলা, ৩১ ডিসেম্বর: এঞ্জেল চাকমার খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বটতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল অলইন্ডিয়াডিএসও রাজ্য কমিটি।
বিক্ষোভ চলাকালীন সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, উত্তরাখণ্ডের দেরাদুনে ৯ ডিসেম্বর সংঘটিত ভয়ংকর হামলার পর গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।
অল ইন্ডিয়া ডি এস ও নেতৃত্বের বক্তব্য, এঞ্জেল চাকমার মৃত্যু একটি গুরুতর ঘটনা এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। তারা প্রশাসনের কাছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

