নিহত এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের, আর্থিক সহায়তা প্রদান

আগরতলা, ৩০ ডিসেম্বর: উত্তরাখণ্ডে নির্মমভাবে নিহত ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন রাজ্যের দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা। নিহত এঞ্জেল চাকমা ঊনকোটি জেলার পেচারতল বিধানসভা কেন্দ্রের মাছমারা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দেরাদুনে এমবিএ-র শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।

ঘটনার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

মঙ্গলবার এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় নিহতের মা গৌরি মিতা চাকমার হাতে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে ৪,১২,৫০০ টাকা এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পাঠানো শোকবার্তাও পরিবারের হাতে প্রদান করা হয়।

চেক প্রদানকালে কারামন্ত্রী সান্তনা চাকমা ও প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। এ সময় শোকাহত মা গৌরি মিতা চাকমা কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা পরিবারকে সমবেদনা জানিয়ে আশ্বাস দেন যে, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সর্বতোভাবে পাশে থাকবে।

Leave a Reply