রাতের অন্ধকারে জ্বালানি তেল পাচার, গ্রামবাসীর হাতে গাড়িসহ আটক ২০০ লিটার তেল

আগরতলা, ৩০ ডিসেম্বর: বিদ্যুৎ নিগমকে কার্যত ঘুমে রেখে রাতের অন্ধকারে গাড়ি বোঝাই করে জ্বালানি তেল পাচারের অভিযোগ উঠেছে যতনবাড়ি এলাকায়। অভিযোগ অনুযায়ী, যতনবাড়ি ফাঁড়ি থানার নাকের ডগায় দীর্ঘদিন ধরেই এই পাচার বাণিজ্য চললেও পুলিশ ছিল বেখবর।

সোমবার রাতে যতনবাড়ি ৬৬ কেভি পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে একটি গাড়িতে করে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় গ্রামবাসীরা তৎপর হয়ে গাড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ নিগমের জ্বালানি তেল পরিকল্পিতভাবে রাতের আঁধারে পাচার করা হচ্ছিল এবং বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply