পুদুচেরি, ২৫ ডিসেম্বর :২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিতলে পুদুচেরির উন্নয়নের জন্য নিজের পকেট থেকে ১০০ কোটি টাকা ব্যয় করার প্রতিশ্রুতি দিলেন লাচিয়া জননায়াগা কাচ্চি (এলজেকে) নেতা চার্লস মার্টিন। বৃহস্পতিবার পুদুচেরিতে এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি এই ঘোষণা করেন। চার্লস মার্টিন তামিলগা ভেত্ত্রি কাজগম (টিভিকে) নেতা আধব অর্জুনার শ্যালক হিসেবেও পরিচিত।
নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতেই একাধিক জনমুখী প্রতিশ্রুতি ঘোষণা করেছেন এলজেকে নেতা। বিশেষ করে নারী ক্ষমতায়নকে সামনে রেখে তিনি ছ’টি বড় কল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
চার্লস মার্টিন বলেন, “সরকার যেখানে মাসে ২,০০০ টাকা দেওয়ার কথা বলছে, সেখানে গত তিন মাসে একটি টাকাও দেওয়া হয়নি বলে শুনছি। তাই আমি মাসিক সহায়তা বাড়িয়ে ৪,০০০ টাকা করব এবং বছরে মোট ৫০,০০০ টাকা দেওয়া হবে।”
তিনি আরও জানান, দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের নারীদের বিবাহের জন্য ১ লক্ষ টাকা আর ১০ গ্রাম সোনা দেওয়া হবে। পাশাপাশি বছরে ছ’টি এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
“অন্তঃসত্ত্বা মহিলাদের ৩৫,০০০ টাকা আর শিশুদের সঠিক বিকাশের জন্য একটি স্বাস্থ্য কিট দেওয়া হবে,” বলেন মার্টিন। এছাড়া অসহায় ও অবিবাহিত মহিলাদের বছরে ৬০,০০০ টাকা আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন তিনি।
নারী ক্ষমতায়নে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে চার্লস মার্টিন বলেন, “মায়ের জন্য শিক্ষা তহবিল চালু করা হবে। সন্তানের শিক্ষার জন্য অনেক অভিভাবক ঋণ করে বেসরকারি স্কুলে পড়ান। আমি সরকারি স্কুলের মান উন্নত করব। যদি সরকারি স্কুলে সন্তানকে পড়ানো হয়, তাহলে মায়েদের ২০,০০০ টাকা দেওয়া হবে।”
রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রেও নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর কথায়, “পুদুচেরিতে ৩০টি নির্বাচনী আসন ও তিনটি মনোনীত আসন রয়েছে। অথচ বর্তমানে মাত্র একজন নারী জনপ্রতিনিধি আছেন। আমাদের দলে ছ’টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। স্থানীয় শরীর নির্বাচনে ৫০ শতাংশ এবং সরকারি চাকরিতে ৫০ শতাংশ সংরক্ষণ নারীদের জন্য রাখা হবে।”
এই সব প্রকল্প বাস্তবায়নযোগ্য বলেই দাবি চার্লস মার্টিনের। তিনি বলেন, “আমি যে ছ’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা বলছি, সেগুলি বাস্তবায়ন করা সম্ভব। একজন ভাই, বাবা ও কাকা হিসেবে আমি আমার বোন, মেয়ে ও ভাগ্নির জন্য যা করতাম, সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। আপনারা আমাদের ক্ষমতায় আনবেন, আমরা প্রতিশ্রুতি পূরণ করব।”
চার্লস মার্টিনের দাবি, পুদুচেরির মোট জনসংখ্যা প্রায় ১২.৫ লক্ষ, যার মধ্যে ৫০.৯ শতাংশই নারী। এই সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বছরে ন্যূনতম ১,৫০০ কোটি টাকা খরচ হবে বলেও তিনি জানান। তাঁর বক্তব্য, “এই ব্যয়ভার বহন করা অবশ্যই সম্ভব।”

