আগরতলা, ১৮ ডিসেম্বর: খোয়াইয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তকে মাঝরাতে জলে তুললো পুলিশ। পিতার হাতে নৃশংসভাবে খুন হলো সাত বছরের শিশু কন্যা। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ খোয়াই জেলার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে নিজের সাত বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করে অভিযুক্ত বাবা। শিশুটির দাদু জানান, তিনি বাজার থেকে বাড়ি ফিরে নাতনিকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গভীর রাতে অভিযুক্ত শিশুটির বাবা আশীষ দেবনাথকে তাদের বাড়ির পেছনের একটি জঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ সকালে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে পৌঁছান। তিনি অভিযোগ করেন, তার স্বামী মানসিকভাবে ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি শিশুকন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তবে শ্বশুরবাড়ির লোকজন শিশুটিকে মানুষ করবে বলে তাকে আবার নিয়ে আসে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকাজুড়ে শোক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

