আগরতলা, ১৪ ডিসেম্বর:রবিবার ভোরবেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি স্মোক হাউজ। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় প্রায় নয় লক্ষ টাকার রাবারের সিট। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার চাম্পাহাউর থানার অন্তর্গত পরশুরাম বাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সাত সকালে হঠাৎ করেই স্মোক হাউজটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
2025-12-14

