দুর্গাপুরে বটগাছের বিশাল শাখা ভেঙে রেশন দোকান লণ্ডভণ্ড, অল্পের জন্য রক্ষা ডিলারসহ বহু ভোক্তা

আগরতলা, ৮ ডিসেম্বর: দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর বাজারে অবস্থিত দুর্গাপুর রেশন দোকানে বড়সড় দুর্ঘটনা ঘটল আজ দুপুরে। বহু বছরের পুরনো জরাজীর্ণ একটি বটগাছের বিশালাকার শাখা হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানের উপর। মুহূর্তের মধ্যেই দোকানটি লণ্ডভণ্ড হয়ে যায়।

ঘটনার সময় দোকানের ভেতরেই ছিলেন রেশন ডিলার উমাপদ দাস এবং আরও কয়েকজন ভোক্তা। শাখাটি ভেঙে পড়তেই ডিলার দোকানের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অনেক কষ্টে তাঁকে উদ্ধার করেন। সৌভাগ্যবশত বড় কোনও প্রাণহানি ঘটেনি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তিনগর বাজারে অবস্থিত এই বটগাছটি বিগত অনেকদিন ধরে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছিল। পঞ্চায়েতের মাধ্যমে বন দপ্তরকে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনো রকম কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

আজকের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, মানুষের প্রাণসুরক্ষার স্বার্থে অবিলম্বে বন দপ্তরকে ব্যবস্থা নিতে হবে এবং এলাকায় বিপজ্জনক অবস্থায় থাকা অন্যান্য গাছও পরীক্ষা করে দেখার জন্য উদ্যোগী হতে হবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের উদাসীনতার ফলেই আজ বড়সড় দুর্ঘটনা হতে পারত। ভাগ্যক্রমে বড় ক্ষতি এড়ানো গেছে।

Leave a Reply