আগরতলা, ৫ ডিসেম্বর: নেশা কারবারে জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আব্বাস মিয়া ওরফে রাহুল (২৪)—যিনি ভুট্টু নামেও পরিচিত—এবং শফিক মিয়া (৩০)। দু’জনের বাড়িই সোনামুড়া থানার অন্তর্গত ভোলামুড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই দুই যুবকের বিরুদ্ধে ড্রাগস পাচার এবং ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রমাণের সন্ধান পায়। সেই তথ্যের পরিপ্রেক্ষিতেই তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

