হাসপাতালের প্রবেশমুখেই অরক্ষিত ট্রান্সফরমার, মেলাঘরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

আগরতলা, ৪ ডিসেম্বর : সোনামুড়া মহকুমা হাসপাতালের প্রবেশদ্বারের একেবারে সামনে অরক্ষিতভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যে ট্রান্সফরমারটি বসানো হয়েছে। তা মাটির ওপর কয়েকটি ইট বিছিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। আরও অবাক করার বিষয়, নিরাপত্তা নিশ্চিত করতে ট্রান্সফরমারটিকে ঘিরে রাখা হয়েছে কেবলমাত্র মুলি বাঁশের অস্থায়ী বেড়া।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের মতো জনবহুল ও সংবেদনশীল স্থানে ট্রান্সফরমারের এমন দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থান অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন শত শত রোগী, তাদের আত্মীয়স্বজন এবং সাধারণ মানুষ এই প্রবেশমুখ দিয়ে যাতায়াত করেন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, এমনকি আগুন লাগার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয়দের মতে, শক্ত ভিত্তি, সুরক্ষা-ঘেরা এবং প্রযুক্তিগত মান বজায় রেখে ট্রান্সফরমার স্থাপন করার কথা থাকলেও এখানে দেখা যাচ্ছে প্রশাসনিক উদাসীনতা। ইট-মাটি দিয়ে দুর্বল ভিত্তি তৈরি করে এবং বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা সম্পূর্ণ অপর্যাপ্ত ও অসচেতনতার পরিচয়।

এই পরিস্থিতিতে প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, জনস্বার্থে ও হাসপাতালের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ট্রান্সফরমারটি সুরক্ষিত কাঠামোর মাধ্যমে পুনঃস্থাপন করা জরুরি। নইলে ভবিষ্যতে বড় বিপদের ঝুঁকি থেকেই যাবে।

Leave a Reply