মান্দাইয়ের ৩৫ নম্বর বুথে ‘মন কি বাত’ শ্রবণ শেষে ৭ পরিবারে ২৫ জন ভোটারের বিজেপিতে যোগদান

আগরতলা, ৩০ নভেম্বর : মান্দাই বিধানসভার ৩৫ নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠান শেষে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। মোট ৭টি পরিবারের ২৫ জন ভোটার তিপ্রা মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন।

দলবদলকারী নবাগত সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাদের দলে গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। স্থানীয় সূত্রের মতে, মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও কেন্দ্রীয় নীতির প্রতি আস্থা বৃদ্ধির ফলেই এই যোগদান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মান্দাই অঞ্চলে এই দলীয় যোগদান আসন্ন নির্বাচনের আগে বিজেপির জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে।