নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ গোমতী জেলার কাকড়াবন থানার অধীন মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা পার্কিং করে রাখা একটি অটোতে আগুন ধরিয়ে দিয়েছে৷ অটোটির নম্বর টিআর-০৩-এ- ৩২৬৮৷ অটোর মালিক আশিষ দাস জানিয়েছেন, রাতে তিনি হঠাৎই পোড়া গন্ধ পান৷ ঘর থেকে বেড়িয়ে দেখেন অটোতে কে বারা কারা আগুন লাগিয়ে দিয়েছে৷ অটোটি পুড়ে গিয়েছে৷ পরে তিনি কাকড়াবন থানায় একটি এফআইআর করেন৷ মামলার নম্বর ১০১/১৬৷ মামলা হয়েছে ইউএস ৪৩৫/৪২৭ আইপিসি অনুযায়ী৷
2016-12-31