আগরতলা, ১ নভেম্বর :সারা ভারত কৃষক সভার সদস্যপদ ও চাঁদা সংগ্রহ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল নরসিংগড়ের ভাগলপুর এলাকায়। বামপন্থী কৃষক নেতা পবিত্র কর ও তাঁর সঙ্গী নেতৃত্বরা শনিবার এলাকাবাসীর রোষের মুখে পড়েন।
জানা গিয়েছে, এদিন কৃষকসভার পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযানে বের হয়েছিলেন পবিত্র করসহ কয়েকজন বাম নেতা। তাঁরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলছিলেন এবং সংগঠনের কাজের জন্য চাঁদা সংগ্রহ করছিলেন। সেই সময় এলাকার কিছু মানুষ তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে।

