আগরতলা, ২৫ অক্টোবর : কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বড়জলার বিধায়ক সুদীপ সরকার এবং স্থানীয় দলের নেতৃত্ববৃন্দ।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় নরসিংগড়ে কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা সাগর দাস (২৩)। কিন্তু পুকুরে নামতেই জলের গভীরতায় তলিয়ে যায় ওই যুবক। সাথে সাথে স্থানীয়রা এয়ারপোর্ট থানা ও দমকলবাহিনীকে খবর দিয়েছেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারী দল সাগর দাসকে জলের নিচ থেকে তার দেহ উদ্ধার করতে সক্ষম হয়। আরও জানা গিয়েছে, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই মায়ের সাথে ছবি তুলেছিল সে।

