গুয়াহাটি, ২০ অক্টোবর : আসামের নলবাড়ি জেলায় আজ ভোরে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২ এবং এটি ভোর ৫টা ৫৪ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে।
এর আগে, শনিবার সকালে আসামের কাছাড় জেলায় ২.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। সেই ভূমিকম্পটির উৎসস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। আসাম ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় বিশেষ সতর্কতা জারি রয়েছে।

